.

.

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

জাভাতে int এবং Integer এর মধ্যে পার্থক্য



আমরা জাভাতে বিভিন্ন type এর data নিয়ে কাজ করি। যেমনঃ int,boolean,double,char .

জাভাতে প্রত্যেক type এর ডাটার জন্য নির্দিষ্ট একটি ক্লাস আছে যা ওই ডাটা টাইপ নিয়ে কাজ করে। যেমনঃ int type data এর জন্য Integer class.
তাহলে int হচ্ছে একটি ডাটা টাইপ যা কিনা পূর্ণ সংখ্যা ধারন করে এবং Integer হচ্ছে একটি ক্লাস যা কিনা int type data নিয়ে কাজ করে।

একটি উদাহরন দিলে আরো পরিষ্কার হবে। ধরুন আমার কাছে একটি স্ট্রিং আছে যাকে আমি ইন্টিজার নাম্বার বানাবো।
String s="123"; //একটি স্ট্রিং s

int n=Integer.parseInt(s); //s কে convert করে ইন্টিজার সংখ্যা বানালাম Integer ক্লাস ব্যবহার করে। সংখ্যাটি n এ সেভ করলাম।

System.out.println(n); //n print করলাম,যা কিনা int type data hold করে।


collected.........

post by Md.Mostafa Kamal

M05T4F4

About M05T4F4

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :