.

.

অনলাইন জাজ লিস্ট

কনটেস্ট এর অনলাইন জাজ....

  • টপকোডার -- সারাবিশ্বের প্রোগ্রামারদের মাঝে অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রামিং কন্টেস্ট। অ্যালগোরিদম ট্র্যাকে মাসে গড়ে ৩ টার মতো কনটেস্ট হয়। দেড় ঘন্টা সময়ে ৩টা প্রবলেম সলভ করতে বলা হয়।

  • কোডফরসেস - আরেকটি অসাধারণ সাইট। অনেকটা টপকোডারের তবে নিয়মকানুনগুলো আইসিপিসি কনটেস্টের মতো।

  • আইপিএসসিঃ স্লোভাক বার্ষিক কনটেস্ট। ওপেন আর স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্যে সেকেন্ডারি ডিভিশন। প্রবলেম আর্কাইভে আগের সব কনটেস্টের সলুশন আছে।

  • লাইট ওজেঃ বাংলাদেশি অনলাইন জাজ। নতুনদের জন্যে আদর্শ। বানিয়েছেন জানে আলম জান যিনি ২০০৯ সালের এসিএম ফাইনালিস্ট, বর্তমানে গুগলে কর্মরত। প্রবলেমগুলো ক্যাটাগরী অনুযায়ী ভাগ করা।

  • স্ফিয়ার অনলাইজ জাজ (স্পজ): পোলিশ অনলাইন জাজ। অনেক ভালো প্রবলেম আছে। তবে ইদানিং অনেককেই প্রবলেম যোগ করার সুযোগ করে দেওয়ার প্রবলেমের সংখ্যা মাত্রাতিরিক্ত হয়ে গেছে। প্র্যাকটিসের জন্যে উপযুক্ত প্রবলেম বাছাই করার জন্যে প্রতীক ট্যান্ডেল বা ভিএনওআই এর টুল ব্যবহার করা সুবিধাজনক।

  • সারাতভ ইউনিভার্সিটি অনলাইন জাজঃ এই রাশান জাজটিতে মাত্র ৫০০ এর মতো প্রবলেম আছে। কিন্তু প্রতিটা প্রবলেমই মানসম্মত। একেবারে নতুনদের জন্যে উপযোগী নয়।

  • ইউনিভার্সিটি অফ ভ্যালাদোলিদ অনলাইন জাজ ওরফে ইউভিএঃ ইউভিএ বোধহয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাজ। অনেক পুরোনো জাজ এই ইউভিএ। এই সাইটে এক সময় প্রতি মাসেই নিয়ম করে কনটেস্ট হতো। ইউভিএর জনপ্রিয়তম কনটেস্ট হলো রিজিওনাল আর ওয়ার্ল্ড ফাইনালস ওয়ার্মআপ। এই সাইটে হাজার হাজার প্রবলেম আছে। প্রাকটিসের জন্যেইউভিএটুলকিট বা ইগর এর টুল ব্যবহার করা যায়। মিগুয়েল রেভিয়ার বই ‘প্রোগ্রামিং চ্যালেঞ্জেস’ আর ফেলিক্স ও স্টিভেন হালিমের বই ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং’ এই সাইটের প্রবলেমের উপর ভিত্তি করে লেখা।

  • আইসিপিসি লাইভ আর্কাইভঃ ইউভিএরই অংশ, তবে এখানে বিভিন্ন বছরের রিজিওনাল আর ওয়ার্ল্ড ফাইনালসের প্রবলেম আছে।

  • কোডশেফঃ ভারতীয় কোম্পানী Directi এর স্পন্সরশীপে আয়োজিত কনটেস্ট। প্রতি মাসে ১০ দিন ব্যাপী অত্যন্ত চ্যালেঞ্জিং কিছু প্রবলেম সলভ করতে দেওয়া হয়। আবার কুক-অফ নামের কম সময়ের আরেকটি কনটেস্ট আয়োজন করে তারা।

  • হুয়াজহং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনলজি ওরফে হাস্টঃ এই সাইটের সবচে আকর্ষণীয় দিক হচ্ছে ভার্চুয়াল জাজ। এর বিশেষত্ব হচ্ছে বিভিন্ন জনপ্রিয় অনলাইন জাজের প্রবলেম নিয়ে ভার্চুয়াল কনটেস্ট করা যায়।

  • যেড ট্রেনিং: এই জাজটিতে প্রধানতঃ ইনফরম্যাটিক্স অলিম্পিয়াড স্টাইলের প্রবলেম আছে। বেশ ভালো মানের জাজই বলতে হবে একে।

  • টাইমাস অনলাইন জাজঃ আরেকটি রাশান জাজ। মূলত রাশান কনটেস্টের প্রবলেম আছে।

  • পিকিং অনলাইন জাজঃ পিকিং ইউনিভার্সিটির জাজ। অনেক প্রবলেম। ইউসাকো মান্থলি কনটেস্টের প্রবলেম আছে।

  • ঝেজিয়াং অনলাইজ জাজঃ আরেকটি চীনা জাজ। ZOJ Monthly এর প্রবলেমগুলো বেশ চ্যালেঞ্জিং।
হ্যাপি কোডিং........... MoStAfA