.

.

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

পাইথন প্রোগ্রামিং :: পাইথন কমেন্ট। এটা কি, কেন, কিভাবে ব্যবহার করতে হবে

পাইথন কমেন্ট : আপনি যখন কোন প্রোগ্রাম লিখবেন তখন সেটা আপনার মনে থাকবে যে কোথায় কী লিখেছেন । কিন্তু যদি কখনও সে প্রোগ্রামটা এডিট করার দরকার হয় তখন তো আপনার সব মনে নাও থাকতে পারে । আর এ গুলো মনে রাখার জন্যই রয়েছে পাইথন কমেন্ট
। পাইথন কমেন্ট হল কোন স্টেটমেন্ট বা প্রোগ্রাম এর আগে তার প্রকৃতি , কাজ প্রভৃতি লিখে রাখা । এটা লেখার নিয়ম হল লাইনটি লেখার আগে একটা # চিহ্ন ব্যবহার করা । # চিহ্ন থাকলে পাইথন এটাকে কোন প্রোগ্রাম হিসেবে গণ্য করবে না বা ওর দিকে কোন মাথা ঘামাবে না । নিচে উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে :
1
2
3
4
5
6
# This program will calculate the area of a rectangle
print(" Do you want to calculate a rectangle's area? input the length and width of that rectangle in numbers ")
length = float(input("Enter the length : "))
width = float(input("enter the width : "))
print("area = ", length * width))
input("please give your feedback : ")
প্রোগ্রামটি রান করে দেখুন # চিহ্নের পরের অংশটুকু কোন কাজে লাগে নি । এটা দ্বারা শুধু আমি বুঝিয়েছি প্রোগ্রাম টা কী ধরণের । এবং সেটা শুধু আমার জন্য ।যে ব্যাক্তি প্রোগ্রাম টা ব্যবহার করবে তার জন্য নয় । দেখুন # এর পরের অংশটি লাল দেখা যাচ্ছে ।
এ প্রোগ্রাম টা দ্বারা আমরা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি । কমেন্টে পর আমরা ব্যবহার কারীকে প্রিন্ট এর মাধ্যমে বলেছি যে আপনি প্রোগ্রামটার মাধ্যমে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবেন । আপনি সেটা করতে ইচ্ছুক হলে নীচের ডাটা গুলো সঠিক ভাবে সংখ্যায় ইনপুট দিন ।
তারপর আমরা length, width নামক দুটি ভ্যরিয়েবল এর দ্বারা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়েছি । এরপর আমরা গুণ করে প্রিন্ট করেছি তার এরিয়াটা ।
আপনি যদি চান প্রোগ্রামটা নিচের মত করে লিখতে তাও পারবেন :
1
2
3
4
5
6
7
# This program will calculate the area of a rectangle
print(" Do you want to calculate a rectangle's area? input the length and width of that rectangle in numbers ")
length = float(input("Enter the length : "))
width = float(input("enter the width : "))
a = length * width
print("area = ",a))
input("please give your feedback : ")
এখানে আমি a নামের নতুন একটি ভ্যরিয়েবল নিয়ে গুণ করেছি এবং তারপর সেই ভ্যরিয়েবল টা কে প্রিন্ট করেছি ।
আমি এরকম আরও ছোট একটি প্রোগ্রাম আপনাদের জন্য লিখে দিলাম :
1
2
3
# This program converts Fahrenheit to Celsius
fahr_temp = float(input("Fahrenheit temperature: "))
print("Celsius temperature:", (fahr_temp - 32.0) * 5.0 / 9.0)
এরকম আরও একটি প্রোগ্রাম :
1
2
3
4
5
# This program calculates rate and distance problems
print("Input a rate and a distance")
rate = float(input("Rate: "))
distance = float(input("Distance: "))
print("Time:", (distance / rate))
প্রোগ্রামগুলো পড়ে বোঝার চেষ্টা করুন এবং নিজে নিজে এরকম আরও প্রোগ্রাম বানিয়ে ফেলুন । 

M05T4F4

About M05T4F4

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :