.

.

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

কন্ডিশনাল অপারেটর

Conditional Operator: একটা condition দিয়ে দুটি মান select করার একটা পদ্ধতি। এটি নিচের মতো করে লেখা হয়ঃ
Expression1? Expression2: Expression3
যেমনঃ

মনে করি i=5, তাহলে নিচের Conditional Operator টা দেখিঃ
Z=(i<8)?10:100;
এখানে Z এর জন্য Conditional Operator টা লেখা হয়েছে। এখানে লিখা হয়েছেঃ Z=(i<8)?10:100; অর্থাত যদি i এর মান 8 থেকে ছোট হয় তাহলে Z এর মান হবে 10। আর তা না হলে z এর মান হবে 100.
আমি নিচের প্রোগ্রামে সব কিছু বুঝানোর চেষ্টা করছিঃ
if-else statement এর পরিবর্তে Conditional Operator (?:) ব্যবহার করে সহজেই দুইটি statement অথবা valu এর মধ্যে তুলনা করে একটি মান নির্বাচিত করা যায়। Conditional Operator সি প্রোগ্রামিং এ নিচের মত করে লেখা হয়ঃ
condition ? first_expression : second_expression;
এখানে condition হচ্ছে যে কোন একটা শর্ত। যা সত্য হলে first_expression নির্বাচিত হবে। আর কন্ডিশন ভুল হলে second_expression।
নিচে ছোট্ট একটা প্রোগ্রাম। যা দিয়ে দুটি সংখ্যার মধ্যে বড়টা নির্বাচিত করা হয়েছে।
#include <stdio.h>
int main()
{
int x, y , result;
scanf("%d %d", &x , &y);
result = (x>=y) ? x : y ;
printf("max is %d", result);
return 0;
}
একই প্রোগ্রাম, কন্ডিশন পরিবর্তন করে দুটি সংখ্যার মধ্যে ছোটটা নির্বাচিত করা হয়েছে।
#include <stdio.h>
int main()
{
int x, y , result;
scanf("%d %d", &x , &y);
result = (x<=y) ? x : y ;
printf("min is %d", result);
return 0;
}
যদিও একই কাজ if -else বা অন্য অনেক ভাবে করা যায়।

M05T4F4

About M05T4F4

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :