.

.

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

লজিক্যাল অপারেটর

Relational and Logical Operators গুলো হল:
  1. Relational  Operators
  2. Equality Operator
  3. Logical Operator

C programming language এ চার প্রকার  Relational Operator রয়েছে:
OperatorMeaning
<Less then
<=Less then or equal to
>Greater then
>=Greater then or equal to
মনে করি x, y দুটি চলক। x এর মান 5,  y এর  মান 6। সুতরাং x<y  এর মানে হচ্ছে x y থেকে ছোট অর্থাৎ x<y  expression টি সত্য এবং এর মান হবে 1. আবার x>y  expression টি মিথ্যে এবং এর মান হবে 0.
Relational Operator ব্যবহার করে আমরা সহজেই দুটি সংখ্যার মধ্যে কোনটা ছোট তা বের করে ফেলতে পারি। যা আমরা এর পরের অধ্যায় if – else অংশে  দেখব।
Equality Operator:
RELATIONAL OPERATOR এর সাথে সম্পর্ক যুক্ত দুটি Equality Operator রয়েছে। নিচে এদের দেওয়া হলঃ
OperatorMeaning
==Equal to
!=Not Equal to
এখানে প্রথম টি হচ্ছে দুটি সমান চিহ্ন। দুটি মিলেই Equal to  Operator প্রকাশ করে। দ্বিতীয় টি হচ্ছে একটি !(উচ্চারন নট) ও একটি সমান চিহ্ন নিয়ে Not Equal to  Operator প্রকাশ করে।
উদাহরনঃ মনে করি x, y দুটি চলক। x এর মান 5. Y এর মান 6। সুতরাং x==y এর মানে হচ্ছে x এবং y এর মান সমান। কিন্ত আমদের x এবং y এর মান সমান নয়। সুতরাং x==y  expression টি মিথ্যে এবং এর মান হবে 0. আবার x!=y (উচ্চারন x not equal to y) হয় তাহলে expression টি সত্য হয় এবং এর মান হবে 1.
এখানে মনে রাখতে হবে যে Assignment operator = এবং Equality Operator == সম্পূর্নই ভিন্ন। কোন মান বা Value কোন Identifier এর মধ্যে assign বা নির্দিষ্ট করার জন্য assignment operator ব্যবহৃত হয়। আর যেখানে দুইটা Expression এর মান সমান হলে Equality Operator == ব্যবহার করা হয়। Equality Operator দ্বারা Logical True অথাবা False নির্নয় করা হয়।
এখানে একটার স্থানে আরেকটা কোন অবস্থাতেই বসানো যাবেনা। তাহলে Program এ বিশাল ভুল আসবে। প্রথম প্রথম অনেকেই এই ভুল করে।
LOGICAL OPERATOR:
C প্রোগ্রামিং এ দুটি Logical Operator রয়েছে। তাদের নিচে দেওয়া হলঃ
OperatorMeaning
&&And
||Or
&& কে বলা হয় Logical and এবং || কে বলা হয় Logical Or.
&&(পড়া হয় And)  operator :
মনে করি x,y,z তিনটি চলক। এখন (x<y)&& (y<z) হচ্ছে একটি expression. এখন এর মান সত্য হবে যদি (x<y) এবং (y<z) সত্য হয়। (x<y) এবং (y<z) এর যে কোন একটি মিথ্যা হলে (x<y)&& (y<z) এর মান মিথ্যে হবে।
||(পড়া হয় Or Or)  operator :
মনে করি x,y,z তিনটি চলক। এখন (x<y)||(y<z) হচ্ছে একটি expression. এখন এর মান সত্য হবে যদি (x<y) এবং (y<z) সত্য হয়। অথবা (x<y) এবং (y<z) এর যে কোন একটি সত্য হয়। (x<y) এবং (y<z) দুটি একসাথে মিথ্যা হলে (x<y)||(y<z) এর মান মিথ্যে হবে।
RELATIONAL AND LOGICAL OPERATORS এর কয়েকটি উদাহরন নিচে দেওয়া হল:
মনে করি x, y, z তিনটি চলক। x এর মান 5. y এর  মান 6 এবং z এর মান 7।
Expressionব্যাখ্যামান
X<yTrue1
X==5True1
y==4False0
(X+y)>zTrue1
(X+y)<=zFalse0
X!=yTrue1
(X<y)&&(y==6)True1
(X<y)&&(z!=y)True1
(X>y)||(z!=y)True1
(X>y)&&(z!=y)False0
(X<y)&&(z==y)False0
(X<y)||(z==y)True1
অর্থাৎ সকল true এর মান 1 এবং false এর মান ০।

M05T4F4

About M05T4F4

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :