.

.

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

পাইথন প্রোগ্রামিং :: পাইথন মডিউল

পাইথন মডিউল : এর আগে আমরা যেমন নিজেরা বিভিন্ন প্রোগ্রাম তৈরী করেছি নিজেরা, ঠিক তেমনই পাইথনে ডেভলপাররা আগে থেকেই অনেক ছোট বড় প্রোগ্রাম তৈরী করে রেখেছেন আমাদের মত প্রোগ্রামারদের জন্য । আমরা ইচ্ছা করলেই যেকোন সময় একটা নির্দিষ্ট কমান্ড এর মাধ্যমে এসব প্রোগ্রাম নিয়ে আমাদের কাজ সারতে পারি । এগুলো পাইথন লাইব্রেরীতে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে আমাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য । আসুন একটা উদাহরণ এর মাধ্যমে এর ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিই ।
1
2
3
import calendar
year = int(input("Type in the year number: "))
calendar.prcal(year)
দেখু এখানে এই কোডগুলো লেখার মাধ্যমে আমরা পাইথন সেলে একটা ক্যলেন্ডার প্রিন্ট করতে পেরেছি । এবার আমুন কোডটা বুঝি ।
আমরা প্রথমে import calendar কোডের মাধ্যমে পাইথন লাইব্রেরী থেকে ক্যালেনডার নামক একটি মডিউল ইমপোর্ট করেছি । তারপর আমরা কোন সাল প্রিন্ট করেত হবে সেটা ব্যবহার কারীর কাছ থেকে ইনপুট নিয়েছে । এরপরের কোডটাই হল আসল । calendar.prcal(year) কোডের মাধ্যমে আমরা বলেছি যে ক্যালেনডার থেকে prcal() এর মধ্যে যে সাল টা আছে সেটা প্রিন্ট করে দাও ।prcal এর অথৃ হল বর্তমানে যে ক্যলেন্ডার ইনপুট দেওয়া আছে সেটা । pr এর ফুল মিনিং হল প্রেসেন্ট ।আর দাও prcal টা হল পাইথনের calendar মডিউলের একটি সাব মডিউল । আবার উপরের কোডটাকে আমরা নিচের মত করেও লিখতে পারি ।
1
2
3
from calendar import prcal
year = int(input("Type in the year number: "))
prcal(year)
এখানে আমরা বলেছি যে calendar মডিউলের সব ইমপোর্ট না করে শুধূ prcal টা ইমপোর্ট করো । এরপর ক্যালেন্ডার প্রিন্ট করো । এই কোড লেখার ফলে আমাদের শেষের লাইনে দেখুন কথা একটা কম বলতে হয়েছে । আর একটা এই ধরণের কোড দেখুন :
1
2
3
import math
num = float(input("enter number : "))
print(math.factorial(num))
দেখূন এখান আমি math নামক মডিউল ইমপোর্ট করেছি তারপর ইউজার ইমপোর্ট নিয়ে তার ফ্যাকটোরিয়াল প্রিন্ট করেছি ।আপনারা math নামক মডিউল থেকে ইমপোর্ট নিয়ে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরও তৈরী করতে পারেন । এভাবে আপনারা আরও অনেক মডিউল পাবেন এখানে : http://docs.python.org/2/tutorial/modules.html । এখানে মডিউল এর ব্যবহার বিধি সহ লেখা আছে । তবে হয়তোবা এগুলো পাইথন ২.৭ এর জন্য দেওয়া থাকতে পারে ।আপনাকে সেগুলো একটু ৩.০ এর মত করে ইউজ করতে হবে ।
পাইথন File IO : এখন আমি অপনাদের দেখাব পাইথনে ফাইল নিয়ে কীভাকে নাড়াচাড়া করতে হয় । একে বলা হয় "File IO" । এটি খুবই একটি সহজ কাজ । আমি আপনাদের খুবই সহজ ভাবে এটি দেখাচ্ছি । যদিও ওর ব্যবহার অনেক বড় । আমার সাথে সবাই নিচের কোডটি লিখুন ।
1
2
3
a = open("a.txt","wt")
a.write("Hi friends, now i know the basic of python, what's the next ??? ")
a.close()
দেখুন open ফাংশনের মাধ্যমে আমরা প্রথমে একটি ফাইল নিয়েছি a.txt নামে a ভ্যরিয়েবলের মাধ্যমে । । এরপর এটি কী করতে হবে তা আমরা বলে দিয়েছি wt কোডের মাধ্যমে । wt এর অর্থ হল লেখা । এরপর আমরা close লেখার দ্বারা ফাইলটি বন্ধ করে দিয়েছি । a.write কোডের মাধ্যমে আমরা ফাইলটির মধ্যে " Hi friends, now i know the basic of python, what's the next ??? " শব্দগুলি লিখেছি । এবার প্রোগ্রামটি .py তে ডেক্সটপের উপর সেভ করে রান করান এবং দেখুন আপনার ডেক্সটপের উপর a.txt নামের কোন ফইল থাকলে তাতে লেখাগুলি প্রিন্ট হয়েছে , আর না থাকলে পাইথন নিজে থেকেই ফাইলটি ক্রিয়েট করে নিয়েছে । অর্থাৎ এখানে a = open("a.txt","wt") এর অর্থ হল :
ভ্যরিয়েবল = কমান্ড("ফাইলের নাম . ফাইল ফরম্যাট", "মেথড ")
আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে । দেখুন সেম আরেকটি উদাহরণ । এটি মডিউল ও ফাইল এর সম্মিলিত কাজ ।
1
2
import os
os.remove("a.txt")
এই কমান্ড টি a.txt নামের ফাইলটিকে ডিলিট করবে । আর এটা করার জন্য os নামক মডিউলকে আমাদের ডেকে নিতে হবে । এবার ফাইলটি সেভ করে রান করান । দেখুন ফাইলটি ডিলিট হয়ে গেছে । এবার "File IO" এর সব কমান্ড গুলো দেখুন :
আর নিচে থেকে এর বিভিন্ন মুড গুলো দেখে নিন :
এই হল পাইথনের বেসিকগুলো । অবশ্য আরও কিছু জিনিস বাদ পড়েছে, তবুও আমার মনে হয় এই পর্যন্ত জানলে আপনারা বাকী গুলো নিজেরাই বুঝতে পারবেন । আর পাইথন মডিউল টা লাইব্রেরী থেকে ভালভাবে দেখে আসুন । যত বেশ মডিউলের কাজ জানবেন ততই আপনি কাজ করে মজা পাবেন ও আপনার খাটুনি কমে যাবে । 

M05T4F4

About M05T4F4

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :