.

.

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

সি প্রোগ্রাম

প্রোগ্রামিং করার জন্য দরকার একটা কম্পিউটার আর একটা কম্পাইলার। দুইটার মধ্যেই কি সদৃশ্য তাই না? দুটাই ক দিয়ে শুরু এবং “ম্প” যুক্ত বর্ণ রয়েছে।

আপনার একটা কম্পিউটার রয়েছে তা না হলে তো এ লেখাটা পড়তে পারতেন না, তাই না? এবার দরকার একটা কম্পাইলার। একটা সি কম্পাইলার। যে আমাদের কোড প্রোগ্রামিং এর কোড গুলোকে কম্পাইল করে দিবে।
কম্পাইলার কেন দরকার তা বলছি আগে। আমাদের আমরা যা লিখি কম্পিউটার তা পড়তে পারে না । কম্পিউটারের জন্য দরকার মেশিন ল্যাঙ্গুয়েজ। আমাদের সি প্রোগ্রামিংকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে দেয় এই কম্পাইলার। কম্পাইলার সম্পর্কে আরেকটু ধারণা নেওয়ার জন্য এ লেখাটা দেখা যেতে পারে। কম্পাইলার এবং IDE এবং এদের মধ্যে পার্থক্য
আমরা সি কোড লেখা ও কম্পাইল করার জন্য CodeBlocks IDE ব্যবহার করব । CodeBlocks ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্ক এ গিয়ে codeblocks-12.11mingw-setup_user.exe টি ডাউনলোড করে নিন।
তারপর ইন্সটল করুন। ওপেন করুন। তাহলে নিচের মত দেখতে পারেবন।
codeblocks
ইন্সটল হলে আপনি কোড লেখার জন্য প্রস্তুত।
এখান থেকে Create New Project এ ক্লি করুন।
 এখান থেকে Console Application সিলেক্ট করে Go তে ক্লি করুন।
select programming
এবার C সিলেক্ট করে Next এ ক্লিক করুন। Project Title বক্স এ আপনার প্রজেক্ট এর নাম দিন। যেমন hello. Folder to create project in বক্স থেকে আপনার প্রজেক্টটি কোন ফোল্ডারে সেভ করতে চান তা সিলেক্ট করুন। Next এ ক্লি করুন। এবার Finish এ ক্লি করুন।
এবার ডান পাশে আপনার workspace দেখতে পাবেন। ঐখানে আপনার প্রোজেক্ট গুলো দেখাবে। hello এর + চিহ্নতে ক্লিক করুন। তারপর Source এর + চিহ্নতে ক্লিক করুন এবং main.c এর উপর ক্লিক করুন। CodeBlocks একটা  সিম্পল একটা কোড  টেম্পলেট  তৈরি করে প্রতি প্রজেক্টের জন্য, তা দেখাবে। যার মধ্যে লেখা থাকবেঃ
1
2
3
4
5
6
#include<stdio.h>
int main()
{
    printf("Hello world!");
    return 0;
}
আমাদের কোডটি কম্পাইল এবং রান করতে হবে তার জন্য ফাইল মেনু থেকে Build এ ক্লিক করুন এবং Build and Run এ ক্লিক করুন। তাহলে আপনার সি প্রোগ্রামটি কম্পাইল হবে এবং রান হবে। এবং নিচের মত আউটপুট দিবেঃ
c++ program
আপনি যদি উপরের প্রোগ্রামটি রান করাতে পারেন, তাহলে আপনাকে অভিনন্দন এবং স্বাগতম প্রোগ্রামিং এর মজার দুনিয়াতে। না করতে পারলে মন খারাপ করার দরকার নেই। আবার একটু চেষ্টা করুন প্রথম থেকে। তাহলেই হবে।
উপরের কোডে আমরা কি লিখছি তা এবার একটু ব্যাখ্যা করা যাক।
আমাদের প্রোগ্রামের প্রথম লাইন হচ্ছে  #include<stdio.h> । include মানে হচ্ছে কোন কিছু যুক্ত করা। stdio এর পূর্ণরূপ হচ্ছে standard input output. stdio.h এর .h দিয়ে বুঝানো হয় এটা একটা header ফাইল। আর পুরো লাইন দিয়ে বুঝানো হয় যে standard input output কে যুক্ত কর।  standard input output সম্পর্কে আরেকটু পরে বলব।
এর পরের লাইন হচ্ছে  int main(), এটিকে বলা হয় মেইন ফাংশন। আমরা যখন প্রোগ্রামটি রান করাবো তখন এ মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করবে।  তাই সব প্রোগ্রামে একটি (এবং কেবল একটি) মেইন ফাংশন থাকতে হয়। মেইন ফাংশনের শুরুতে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হয়।  মেইন ফাংশন শেষও করতে হয় একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে।
মেইন ফাংশন এর দ্বিতীয় বন্ধনী এর ভেতর প্রথম লাইন লিখছি আমরা printf(“Hello world!”);
এখানে printf() হচ্ছে একটি ফাংশন। printf এর মানে হচ্ছেprint formatted। এটি একটি লাইব্রেরী ফাংশন যাকে স্ট্যান্ডার্ড আউপুট ফাংশন বলে।   printf()    এর কাজ হচ্ছে কনসোলে/স্ক্রিনে কিছু প্রিন্ট করা। ডবল কোটেশন চিহ্নের ভেতরে আমরা যা লিখব তা-ই স্ক্রিনে সে প্রিন্ট করবে। আমরা প্রথমেই যে একটি লাইন লিখছি #include<stdio.h> । printf() ফাংশনটি কিভাবে কোন কিছু প্রিন্ট করে তা লেখা রয়েছে এই stdio.h ফাইলে।
এর পর আমরা আরেকটি লাইন লিখছি return 0; আমরা বলছি যে main হচ্ছে একটা ফাংশন। প্রত্যক ফাংশন এর একটা return মান থাকতে হয়। যা ফাংশন এর কাজ শেষে কিছু একটা রিটার্ন করে। return 0 মানে শূন্য রিটার্ন করা। এ সম্পর্কে পরে আরো বিস্তারিত জানা যাবে যখন আমরা ফাংশন নিয়ে পড়ব।
printf(“Hello world!”); বা return 0; এ গুলোকে বলে স্টেটমেন্ট (Statement)। প্রতিটি স্টেটমেন্টের শেষে একটি করে সেমিকোলন  (;) দিতে হয়। আমরা যদি সেমিকোলন না দিয়ে থাকি তাহলে কম্পাইলারে ভুল দেখাবে এবং প্রোগ্রামটি রান হবে না। প্রোগ্রামিং এর শুরুর দিকে অনেকেই সেমিকোলন দিতে ভুলে যায়,তখন কম্পাইল এরর (compile error) দেখায়, পরে কোথায় ভুল হয়েছে খুজে বের করার চেষ্টা করে। একটু খেয়াল করে কোড লিখলে এসব ছোটখাটো ভুল গুলো সহজেই এড়ানো যায়।
এবার এ প্রোগ্রামটি নিজে নিজে লিখতে চেষ্টা করুন। Hello world! এর পরিবর্তে আপনার নাম বা ইচ্ছে মত
 কিছু দিয়ে রান করার চেষ্টা করুন।

M05T4F4

About M05T4F4

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :